নিজেস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকা থেকে পাঁচ বোতল দেশী মদ সহ একজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১-নভেম্বর) সন্ধ্যায় এসআই শরীফ মফিজুরের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৌরসভার ৮-নং ওয়ার্ড এর গৈড্যা এলাকার ফারুক হাওলাদারের বালু মহালের সামন থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তির নাম মোঃ আনোয়ার হোসেন মুন্সি (৫৪)। সে ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা এলাকার মোঃ মতলেব মুন্সির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি আবু বকর মাতুব্বর।
ডিবির ওসি আবু বকর মাতুব্বর জানান, বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টীম মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা নামক এলাকা থেকে তল্লাশি চালিয়ে CAREW & CO. (BANGLADESH) LTD. DARSANA এর তৈরীকৃত ০৫ (পাঁচ) বোতল দেশী মদ জব্দ করা হয়েছে। এবং মাদকদ্রব্য রাখার অপরাধে আনোয়ার মুন্সি নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।