মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পলাতক থাকা সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন, খামার ধুবনী গ্রামের মৃত আব্দুর গফুর সরকারের ছেলে আব্দুল জলিল সরকার (ছয় মাসের সাজাপ্রাপ্ত), চরখোরদা গ্রামের মৃত সোহরাব মন্ডলের ছলে আতাউর রহমান (পাঁচ বছরের সাজাপ্রাপ্ত) ও বোয়ালী গ্রামের দছিজল মন্ডলের ছেলে জহুরুল ইসলাম ভুট্রু (ছয় মাসের সাজাপ্রাপ্ত)। এই তথ্য নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিজ্ঞ আদালত তাদের সাজা দেন। তারা আত্মসমর্পণ না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়