নিজস্ব প্রতিবেদক
অদ্য ২১ অক্টোবর ২০২২ তারিখে নবাবগঞ্জ উপজেলার উত্তর বালুখন্ড এলাকায় কালিগঙ্গা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন ও ভেকু দিয়ে মাটি কেটে নেওয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নবাবগঞ্জ জনাব মোঃ আঃ হালিম।
এসময় ৫ জন দুর্ধর্ষ মাটি খেকোকে হাতেনাতে ০৩টি ট্রাকসহ আটক করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দত্তখন্ড গ্রামের জনাব আফতাব মাহমুদ চঞ্চল (৩৭) কে ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাসিন্দা সুলাইমান, সুমন, গৌরব ঘোষ, ফারুক প্রত্যেককে ০৩ (তিন) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জমির শ্রেণি পরিবর্তন, অবৈধভাবে বালু উত্তোলন এবং মাটি কেটে নেওয়ার বিরুদ্ধে এই অভিযা কে জানান।