এইচ এম বাশার
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
স্বাস্থ্য কমপ্লেক্স তৈরির ১৫ বছর পরে আন্তবিভাগ চালু
পিরোজপুরের ইন্দুরকানীর উপজেলা ৩১শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেটি তৈরির ১৫ বছরপরে অন্তঃবিভাগে উদ্বোধণকালে পিরোজপুর-২ আসনের সংসদ ও সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে সকলের আন্তরিকতা থাকতে হবে।
হাপাতালটি তৈরির ১৫ বছর পরে এই হাসপাতালটি চালু হল। এলাকার লোক ঐক্যবন্ধ থাকলে অনেক আগেই উদ্বোধন হতো। তাই উন্নয়নের স্বার্থে সককেই ঐক্যবন্ধ থাকতে হবে। যে যে দলই করিনা কেন এলাকার উন্নয়নের স্বার্থে এক থাকতে হবে। যার দৃষ্টান্ত পাশর্বর্তী উপজেলা ভান্ডারিয়া। সব কিছু থাকা সত্ত্বেও ১৫ বছর পরে নানা আয়োজনে হাসপাতালটি উদ্বোধন করা হয়।
শুক্রবার বিকেলে হাসপাতালের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায় এর সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ মোহম্মদ হাসনাত ইউসুফ জাকি, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, বিএমএ জেলা সাধারণ সম্পাদক ডাক্তার এসএম মিজানুর রহমান বাদল প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান মাহিম, আতিকুল ইসলাম উজ্জল, ইন্দুরকানী উপজেলা জেপির আহবায়ক মোঃ শাহিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান সেলিম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ লতিফ হাওলাদার, জেপি নেতা সরোয়ার জোমাদ্দার, ইউপি চেয়ারম্যন মোঃ কামুরুজ্জামান তালুকদার শাওন প্রমুখ।
পরে সন্ধ্যায় উপজেলা পরিষদর হলরুমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করেন সংসদ সদস্য।