সোহাগ হাসান:
গত ১১ ই মার্চ শনিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকায় গার্ডেন পার্কের সুইমিংপুলে দুই ভাই বোন আফিফা(৫) ও ফাহিম(৩) নামের দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়।
শনিবার রাতে শিশু দুটিকে সুইমিংপুল হতে উদ্ধার করে মিটফোর্ড হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ লাশের ময়না তদন্তের জন্য মিটফোর্ড হসপিটাল এর মর্গে প্রেরণ করে।
শিশু দুটির মা জান্নাত আরা এবং পিতা মোখলেসুর রহমান মিন্টুর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরের নকলতপুর এলাকায়। মিন্টু বর্তমানে কেরানীগঞ্জের কালিন্দী গদার বাগ এলাকায় ভাড়াবাড়িতে দুই সন্তান ও স্ত্রীসহ বসবাস করে এবং রাজমিস্ত্রির কাজ করে সংসার পরিচালনা করে।
মৃত শিশু দুটির বাবা মোখলেছুর রহমান মিন্টু অভিযোগ করে বলেন তার স্ত্রীর সাথে একই এলাকায় বসবাসকারী সালাম হাওলাদারের ছেলে মোঃ জুলহাস মিয়া (৩৫) এর পরকীয়া ছিল। লোকমুখে শোনা ও কিছু কিছু ঘটনার প্রেক্ষিতে মুখলেসুর রহমান মিন্টু তার স্ত্রীর পরকীয়া বুঝতে পারে এবং জুলহাস এর সাথে কথাবার্তা বলা ও কোন প্রকার যোগাযোগ করতে নিষেধ করে দেয়।
ঘটনার দিন স্ত্রী জান্নাত আরা তার স্বামী মোখলেসুর রহমানকে বাচ্চাদের ডাক্তার দেখানোর কথা বলে বাসা হতে বের হয়ে যায়। কিন্তু স্ত্রী জান্নাত আরা ডাক্তারের কাছে না গিয়ে পরকীয়া প্রেমিক জুলহাস এর সাথে ঘুরতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকায় গার্ডেন পার্কে ঘুরতে যায় এবং স্ত্রী জান্নাত আরা ও পরকীয়া প্রেমিক জুলহাস দুজন মিলে মুখলেসুর রহমানের দুই সন্তানকে হত্যা করে।
ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান বলেন শিশু দুটির মা জান্নাত আরা কে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। কিন্তু পরকীয়া প্রেমিক জুলহাস পলাতক রয়েছে।
জুলহাসের গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে। তার বাবা,মা, ভাই বোন, স্ত্রী ও এক ছেলে এক মেয়ে নিয়ে কেরানীগঞ্জের গদার বাগে অনেক বছর যাবত বসবাস করে।
প্রেমিক জুলহাস জান্নাত আরার বাসার পাশে ইলেকট্রিক মালামাল বিক্রির দোকান চালাতেন। জুলহাসের বিষয়ে জানতে তাদের বাড়ি গেলে জুলহাস ও তার বাবা সালাম হাওলাদার পলাতক আছে বলে জানা যায়।