জামাল শিকদার:: বিনোদন প্রতিবেদক
এবার বৈশাখী টিভির সাপ্তাহিক নাটকে নাদিয়ার সাথে জুটি বেধেছেন ইনসাফ সুমন, সামাজিক এবং পারিবারিক গল্পের উপর ভিত্তি করে নির্মান করা হয় এই নাটক, নাটকটিতে অভিনয় করেছেন ইনসাফ সুমন, নাদিয়া আহমেদ, মুনিরা আক্তার মিঠু এবং আরো অনেকে। প্রযোজনায় : শায়েরি এন্টারটেইন্টমেন্ট ও গল্প হাবিবা ইনসাফ শীলা।
অভিনেতা ইনসাফ সুমন এর আগেও সিটিজেন ভাই নাটক এবং বেলাল খানের মিউজিক ভিডিওতে অভিনয় করে ব্যাপক নাম কুড়িয়েছেন, তার আগামী নাটক, সিটিজেন ভাই রিটার্ন ‘ এর শুটিং আগামী নভেম্বরে শুরু করবেন বলে জানান । নাটকটি বৈশাখী টিভিতে সম্প্রচারের পর তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দর্শক দেখতে পারবেন।