শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস পুনরুদ্ধার করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা পিরোজপুরে নার্সদের একদফা দাবীতে মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পিরোজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সরকারি নির্দেশ মানছেন না কেরানীগঞ্জের বদলীকৃত উপজেলা প্রকৌশলী। সম্মানহানির জন্য আইনগত ব্যাবস্হা নিবেন নুর সালাম। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা : সেনাবাহিনী কী কী করতে পারবে জলঢাকা প্রেসক্লাব এর পুনর্গঠন মত বিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়া উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ৯৬ মিলিমিটার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, নিন্মাঞ্চল প্লাবিত পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পুলিশ সদস্য সন্তানদের পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের সার্টিফিকেট ও ক্রেস্ট সহ নগদ অর্থ পুরস্কার প্রদান।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৭১ বার পঠিত

শহিদুল ইসলাম (শাহেদ)

ঢাকা রেঞ্জের মাসিক সভা অনুষ্ঠিত।
২৫ই জানুয়ারি (বুধবার) বিকাল ৩.০০ ঘটিকায় ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মহোদয়ের সভাপতিত্বে রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে গত ডিসেম্বর/২০২২ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রারম্ভে ডিআইজি মহোদয় ঢাকা রেঞ্জে কর্মরত অফিসার ও পুলিশ সদস্যদের সন্তান যারা এসএসসি ও এইচএসসি ২০২১ পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তাদেরকে সার্টিফিকেট ও ক্রেস্ট সহ নগদ ১৫,০০০/- টাকা অর্থ পুরস্কার প্রদান করেন। এসময় শিক্ষার্থী ও তাদের পক্ষে অভিভাবকগণ পুরস্কার গ্রহণ করেন। এ সময়ে ডিআইজি মহোদয় শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসএসসি -২০২১ পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে যথাক্রমে ১) রামিসা আনান রাইসা ও ২) এস,কে সরকার হিমেল। এইচএসসি -২০২১ পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে যথাক্রমে ১) মোঃ ফাহিম বাশার ও ২) তাসমিয়া তাবাসসুম মায়িশা।

উল্লেখ্য, তাসমিয়া তাবাসসুম মায়িশা বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং OIC ভুক্ত Islamic University of Technology (IUT) তে সিভিল ইঞ্জিনিয়ারিং এ অনার্সে অধ্যয়নরত । ইতিপূর্বে সে পিএসসি, জেএসসি,এসএসসি ও এইচএসসি তে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে অতিরিক্ত ডিআইজি জনাব নাবিলা জাফরীন রীনার সন্তান। তিনি ইতিপূর্বে পুলিশ সুপার হিসেবে ঢাকা রেঞ্জে কর্মরত ছিলেন এবং বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে সিলেট রেঞ্জে কর্মরত ।

এছাড়াও মোঃ ফাহিম বাশার স্কলারশিপ নিয়ে কানাডার Montreal এ McGILL University তে Computer Science and Engineering (CSE) Subject এ Graduation করছে। তার পিতা পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ নাঈমুল বাশার, আরওআই(ফোর্স), হিসেবে কর্মরত।
রামিসা আনান রাইসার পিতা পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ অছিকুর রহিম ছিদ্দিক ও এস,কে সরকার হিমেলের পিতা এসআই (নিঃ) বিপুল কুমার সরকার রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

সভায় গত ডিসেম্বর/২০২২ মাসের সহিত নভেম্বর/২২ মাসে সংঘটিত অপরাধের সাথে তুলনামূলক পর্যালোচনা করা হয়।
এ সময় ঢাকা রেঞ্জের সকল উর্ধতন কর্মকর্তা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৩ জেলার পুলিশ সুপার সহ জেলার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park