স্পোর্টস ডেস্ক:
রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে একযোগে মরক্কোর সকল ফুটবলাররা মাঠের ভেতরেই সেজদায় লুটিয়ে পড়েন। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানোর ভাষা হয়তো নেই তাদের, কিন্তু তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুল করল না আফ্রিকার মুসলিম দেশটি। চলতি বিশ্বকাপে প্রত্যেক ম্যাচে জয়ের পরই তারা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে সেজদায় লুটিয়ে পড়ে। তবে এবার সেজদায় লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করার বিষয়টি একটু বেশিই অর্থবহন করে। কেননা তারা যে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। সেই সঙ্গে দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে এ কৃতিত্ব অর্জন করল। মরক্কোর আগে এই কৃতিত্ব অজর্ন করেছিল তুরস্ক। তারা ২০০২ জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল তারা।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিপক্ষের কোনো ফুটবলার তাদের জালভেদ করতে পারেনি। একমাত্র গোলটি তারা খেয়েছে আত্মঘাতী গোল হিসবে। এখন পর্যন্ত কোন দলই তাদেরকে হারাতে পারেনি।
আফ্রিকান এটলাস লায়ন্সদের এমন ঈর্ষণীয় পারফরম্যান্স যেন সবাইকে তাক লাগিয়ে দেবে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তাদের এমন পারফরম্যান্স আফ্রিকান দলগুলোকে নিশ্চয়ই নতুন করে স্বপ্ন দেখতে সাহায্য করবে।