মোঃ রকিব হাসান ( বিশেষ প্রতিনিধি) :
২২ নভেম্বর ২০২২ ইং তারিখে মাদারীপুর শহরের লেকের পাড় এলাকায় এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির মাদারীপুর জেলা কমিটির উদ্যোগে জেলা কমিটির সভাপতি মোঃ লিটন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রকিব হাসানের সঞ্চালনায় জেলার সদস্যদের সাথে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ মিঠু হাওলাদার জেলা কমিটির সার্বিক কর্মকাণ্ড তুলে ধরেন এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা প্রকাশ জরেন। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার প্রকাশক শহিদুল ইসলাম সদস্যদেরকে সকল লোভ লালসার উর্দ্ধে উঠে মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগ করার আহবান জানান। মতবিনিময় সভার প্রধান অতিথি সংস্হার চেয়ারম্যান ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক এম, এস, এ রেজা দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার পরিস্হিতি তুলে ধরে সকলকে নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অসহায়, দুস্হ ও অধিকার বঞ্চিত জনগণের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আত্মনিয়োগ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিশ্ব মানবতার জননী সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক বাংলাদেশ গড়ার লড়াইয়ের অগ্র সেনানীর ভূমিকা রাখার আহবান জানান। তিনি জেলা কমিটির কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন এবং মাদারীপুর জেলা কমিটিকে সকলের কাছে অনুকরণীয় ও অনুসরণীয় একটি কমিটি হিসেবে দাঁড় করানোর অনুরোধ জানান। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংস্হার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আশিক মন্ডল, সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ হাসান, দপ্তর সম্পাদক মোঃ ফেরদাউস হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ রিয়াজ, এবং মাদারীপুর জেলা জেলা কমিটির সদস্যবৃন্দ।
মতবিনিময় সভার আগে মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের তালুকে সংস্হার চেয়ারম্যানের নেতৃত্বে ও মহাসচিবের দিকনির্দেশনায় দীর্ঘদিনের একটি জমিজমা সংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে শালিসি বৈঠকে অংশগ্রহণ করেন এবং এলাকার স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে শালিসের মাধ্যমে উক্ত বিরোধের সমাধান করেন।