বিশেষ প্রতিনিধিঃ
আগামী ১২ নভেম্বর বৃহত্তর ফরিদপুরের ৫ জেলা নিয়ে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে মাদারীপুরের শিবচরে কর্মী সমাবেশ করেছে বিএনপি। বাঁধা দিলে আগাম হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে তেল-গ্যাস বিদ্যুতের দাম কমানোর দাবীতে ফরিদপুরে গণ সমাবেশকে কেন্দ্র করে মাদারীপুর শিবচর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশ শেষে সেখানে থেকে সড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা,এতে জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
এ সময় স্লোগান দিয়ে বিএনপি নেতারা বলেন, বাস-ট্রাক বন্ধ করে বিএনপির রংপুরের সমাবেশে বাঁধা দিতে পারেনি। আগামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির সমাবেশেও পরিবহন বন্ধ করে বাঁধা সৃষ্টি করতে পারবে না। প্রয়োজনে হাজার হাজার নেতা-কর্মী পায়ে হেঁটে সভায় অংশ নিবে। আর এর ব্যবতায় হলে কঠোর আন্দোলনের ডাক দেয়ারও হুশিয়ারী দেন তিনি। বিগতদিনে কেউ ভোট দিতে পারেনি। রাতের ভোটে সরকার গঠন করেছে, এবার আর-তা হতে দেয়া যাবেনা। যে করেই হোক ভোট চোর সরকারের পতন ঘটাতেই হবে। এর জন্যে প্রয়োজনে আবারও মাঠে ময়দানে যুদ্ধে নামবে বিএনপিসহ সাধারণ মানুষ।
শিবচর উপজেলা বিএনপির সভাপতি ইয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, ঢাকা উত্তর মহিলা দলের আহবায়ক নায়েকা ইউসুফ, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, কেন্দ্রীয় বিএনপির কার্যকরী সদস্য কাজী হুমায়ন কবির, জেলা বিএনপির কার্যকরী সদস্য মজিবুর রহমান, এ্যাড. জামিনুর হোসেন মিঠুসহ অনেকেই।