গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ
পুলিশ সুপার পিরোজপুর জনাব মোহান্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা’র নির্দেশে চলমান মাদক উদ্ধার অভিযানে ০১ নভেম্বর বিকেল আনুমানিক সোয়া চার টার দিকে, (১৬.১৫) ঘটিকায় পিরোজপুর জেলার সদর উপজেলার পৌরসভার সিও অফিস মোড়ে ছিদ্দিকের খাবার হোটেলের সামনে রাস্তার উপরে ডিবির (উত্তর)টিমের এস আই দেলোয়ার হোসাইন জসিম এর নেতৃত্বে এএস আই মাসুদ আল বাসার, শাহজালাল,সহ অভিযান চালাইয়া ২ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস ও ২০ পিচ মাদক জাতিয় ইয়াবা সহ, আসামী মোঃআহাদ খান জনী (২৮) পিতা মোঃদেলোয়ার হোসেন সাংউত্তর রানীপুর , থানা ও,জেলা পিরোজপুরকে গ্রেপ্তার/আটক করে।
গ্রেফতার/ আটক কৃত আসামীকে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হইয়াছে এবং মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।