বিশেষ প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০(আশি)পুরিয়া হেরোইনসহ একজনকে গ্ৰেফতার করেছে থানা পুলিশ।
জেলার পুলিশ সুপার মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ এর নির্দেশক্রমে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালানসহ গ্রেফতারী পরোয়ানা তামিল করার লক্ষ্যে শুক্রবার (২০-ই ডিসেম্বর) সকাল ১০.৪৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই(নিঃ)/ মোহাম্মদ মামুন শেখ ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন ইটের সলিং রাস্তার উপর হতে মোঃ ইব্রাহিম ব্যাপারী(২৩), পিতা-শাহ আলম ব্যাপরী, সাং-রাজাপুর, থানা-রুপসা, জেলা-খুলনা’কে ৮০(আশি) পুরিয়া হেরোইনসহ গ্ৰেফতার করেছে।
এসংক্রান্তে আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।