বিশেষ প্রতিনিধি:
জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী,আইন সহায়তা ও মানবাধিকার সংস্থা” হিউম্যানিটি’স ওয়ালস পাবলিক ওয়েলফেয়ার সোসাইটি (মানবতার দেয়াল) এর উদ্যোগে ১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অধিকার বঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সোমবার (১৬-ই ডিসেম্বর) সংস্থার চেয়ারম্যান এম,এস,এ রেজা এর সভাপতিত্বে এবং সংস্থার মহাসচিব শহিদুল ইসলাম এর পরিচালনায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল ৮.৩০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ-সূচনা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন:
সিনিয়র ভাইস-চেয়ারম্যান,সাবিরা সুলতানা (সুমি) ভাইস-চেয়ারম্যান, মোঃ সোহানুর রহমান (সোহান)
যুগ্ম মহাসচিব, মোঃ লিটন হাওলাদার,
অর্থ-সচিব,মোঃ আশিক মন্ডল,
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সকাল ১০.৩০ ঘটিকায় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের স্মরণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন:
মোঃ সোহাগ হাসান সাংগঠনিক সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদিকা স্নিগ্ধা রেজা, কার্যকরী সদস্য মোঃ আকাশ মাদবর, মোঃ রাসেল মোল্লা এবং সংস্থার বিভিন্ন কমিটির সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের তৃতীয় পর্বে দুপুর ২.৩০ ঘটিকায় অসহায়,দুস্থ,অধিকার বঞ্চিত এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ শেষে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।