মো:ইদ্রিস আলী
স্টাফ রিপোর্টার:
ডিঙ্গি নৌকা চালাতে গিয়ে চয়ন (৭) ও আবির (৬) নামে দুই শিশু নদীর পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জউপজেলার, বারবাজার হাসিলবাগ গ্রামের ভৈরব নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত চয়ন ওই গ্রামের শওকত আলীর ছেলে এবং আবির একই গ্রামের আবু সালেহের ছেলে। এ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শিশু চয়ন ও আবির দুই বন্ধু মিলে দুপুরে গ্রামের ভৈরব নদীতে ডিঙ্গি নৌকা চালাতে যায়। এ সময় ডিঙ্গি নৌকা উল্টে তারা পানিতে পড়ে। এদিকে বিকাল পেরিয়ে গেলেও শিশু দুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদেরকে খোজাখুজি শুরু করেন। সন্ধ্যার আগে এক প্রতিবন্ধী কিশোর শিশু দুটি নদীর দিকে গেছে বলে ইঙ্গিত করে। এ সময় লোকজন নদী পাড়ে গিয়ে তাদের জুতা দেখে নিশ্চিত হয় শিশু দু’টি নদীতে ডুবে যেতে পারে। তখন তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নদীতে নেমে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচাজ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ডুবে দুটি শিশুর মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.