মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জের প্রবীণ সাংবাদিক দৈনিক নবচিত্রের উপদেষ্টা সম্পাদক মোস্তফা আব্দুল জলিল (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহী রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কিডনি জনিত সমস্যায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালীগঞ্জ শহরের ফয়লা গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল জলিল কর্ম জীবনে মোচিক চিনিকলের অবসরপ্রাপ্ত সিআইসি ছিলেন। তিনি দৈনিক দিনকালসহ বিভিন্ন পত্র পত্রিকায় সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক জীবনে তিনি সাবেক ছাত্রনেতা ও বিএনপির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ন-আহবায়ক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার বেলা ১১ টায় শহীদ নুর আলী কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় বিএনপির ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্থানীয় সাংবাদিকগণ অংশ নেয়। তার মৃত্যুতে বিএনপি
সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শোক ও সমবেদনা জানিয়েছে।