মোঃ আরাফাত হোসেন:
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কারো দয়ার দান নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, আমরা ভারতকে বন্ধু ভেবেছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে প্রভুর মতো আচরণ করছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পক্ষ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরুর আগে এসব কথা বলেন তিনি।
যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের সাথে বিভিন্ন ধরনের শত্রুতা করে আসছে। বিশেষ করে দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর ফ্যাসিবাদের শাসন চাপিয়ে দেওয়ার জন্য সর্বাত্বক সহযোগিতা করেছিল ভারত। শুধু তাই নয় ফ্যাসিস্ট খুনি হাসিনা ভারতে পালিয়ে গেছে এবং তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে ভারত। হাসিনাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ আচরণ করছে। ভারতের সেই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি। সুশৃঙ্খলভাবে এই পদযাত্রা করব আমরা। ভারত নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণ ভারতের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করির পল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল প্রমুখ।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.