মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:
সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নারী দালালসহ ২ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সন্ধ্যা ৫টার দিকে সাতক্ষীরা ভোমরা সীমান্তে এআটকের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোনাখালী গ্রামের অন্নদা মন্ডলের ছেলে তরুন কান্তি মন্ডল (৩২)। এবং পাচারকারী ভারতীয় নাগরিক উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার ঘোজাডাঙ্গা গ্রামের উত্তম মল্লিকের কন্যা শ্রীমতি কল্যাণী সরকার (২৫)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৪ হতে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীদাড়ী নামক স্থান হতে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে দুই জনকে আটক করে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশী নাগরিক তরুন কান্তি মন্ডল চাকুরির উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী শ্রীমতি কল্যাণী সরকারের সহায়তায় অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভোমরা লক্ষীদাড়ি এলাকায় আগমন করে।
আটককৃত ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশী করে ১টি মোবাইলফোন ও ১টি ভারতীয় আদার কার্ড পাওয়া যায়। পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিক ও মানব পাচারকারী ভারতীয় দালালকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।