বিশেষ প্রতিনিধি:
পিরোজপুর ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের একটি যৌথ দল ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে বুধবার তাদের ভান্ডারিয়াস্থ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে। সে ভান্ডারিয়া পৌরশহরের মো. আজাদ জোমাদ্দার এর মেয়ে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরন করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর ইয়াসিন খান জানান, পিরোজপুর সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ আনওয়ার জানান, আসমা সুলতানা যুথী’র বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.