বিশেষ প্রতিনিধি :
পিরোজপুরে জুলাই আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সরকারি সোহরাওয়ার্দী কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিগসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বেপারী।
আলোচনা সভা শেষে জুলাই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদের স্মরণে মঞ্চনাটক উপস্থাপন করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.