মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:
ভারত থেকে চোরাপথে আসা ৮৪টি কম্বল আটক করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর দু’টোর দিকে সাতক্ষীরা সদরের আঁকড়া খোলা এলাকায় এ’কম্বল আটকের ঘটনা ঘটে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় ঝাউডাঙ্গা ক্যাম্পের দায়িত্বাধীন আকড়াখোলা নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে শীতের কম্বল পাচার করা হবে। এমন সংবাদ পাওয়ার পর ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা ক্যাম্পের হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল ওই স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুজতে পেরে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিকদল উক্ত চোরাকারবারীদের ফেলে যাওয়া ৮৪টি ভারতীয় শীতের কম্বল উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় কম্বলের মূল্য ৩ লক্ষ ৩৬ হাজার টাকা। উদ্ধার হওয়া কম্বলগুলো সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।