মোঃ আরাফাত হোসেন:
আজ মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ফরিদপুরের বিভিন্ন-প্রান্তে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট ও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক জেলায় জেলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ লিফলেট বিতরণের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণের সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, রাজনীতির অপর নাম হচ্ছে ত্যাগ। মানুষের সেবা করা। মানুষের পাশে সুখে-দুঃখে, বিপদে-আপদে ভালবাসার হাত প্রসারিত করে সবাইকে দাঁড়াতে হবে। জনগণের শান্তি, সমৃদ্ধ ও উন্নতির জন্য বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই সংকল্পবদ্ধ। সে লক্ষেই বিএনপি কাজে করে।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালালেও দেশ ও জাতির সংকট কাটেনি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তাহলেই দেশের এই সংকট কাটবে। একটা দেশের গণতন্ত্র যত মজবুত সে দেশ তত মর্যাদাশীল ও উন্নত। তাই দেশ ও জাতির স্বার্থে অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা গ্রহন করতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে আবদুল মোনায়েম মুন্না বলেন, দলের ইমেজ সংকট হয়- এমন কোনো কাজ করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। কোনো অবস্থাতেই ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যুত্থানের সুফল থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না। ফ্যাসিস্টের দোসরদের বিএনপিতে আশ্রয়-প্রশ্রয় দেয়া থেকে বিরত থাকতে হবে। মনে রাখতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপির উপর বিগত বছরগুলোতে কতটা নির্মম অত্যাচার চালিয়েছে।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা সকল মিথ্যা, বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। এই সকল গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের বিচারের আওতায় আনতে হবে।
ফরিদপুর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন।