বিশেষ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা অভিযান পরিচালনা করিয়া ০৩ জন আসামী গ্রেফতার সহ ট্রাক ও চোরাই মালামাল উদ্ধার।
গত ২৯ অক্টোবর ২০২৪ অনুমান রাত ১২:৩০ ঘটিকায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের নারকেলবাগ সাকিনের বিপ্লব ট্রেডার্স হতে পিকআপ ভ্যানের মাধ্যমে ৮.৫ (সাড়ে আট টন) টিনের মটকা, মূল্য ১৩,২১,৩১১/- (তেল লক্ষ একুশ হাজার তিনশত এগার) টাকা চুরি হয়। বাদীর এজারের ভিত্তিতে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং-০৪, তারিখ-০৫/১১/২০২৪ খ্রিঃ, ধারা- ৪০৭/৪২০ পেনাল কোড রুজু করা হয়। গত ০৬/১১/২০২৪ খ্রিঃ কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সোহরাব আল হোসাইন এর নির্দেশে, এসআই/ মোঃ রিয়াজ মাহমুদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল টংগী এলাকায় অভিযান পরিচালনা করিয়া মামলার এজাহার নামীয় ১নং আসামী- আল আমিন (২৬), পিতা- মোঃ হারুন হাওলাদার, মাতা- মমতাজ বেগম, সাং- সুবিদখালী, উপজেলা/থানা- মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী সহ তদন্তে প্রাপ্ত আরো দুই জন আসামী ১। মোঃ জাকির হোসেন জাবেদ (৪০), পিতা- মোঃ আবুল কাশেম, মাতা-তাহেরা বেগম, সাং- আমিরাবাদ, থানা- সোনাইমুরি, জেলা- নোয়াখালী, এ/পি- সাং-মীরের বাজার কামারগাও, থানা- পূবাইল, জেলা- গাজীপুর, ২। মোঃ জুলফিকার হোসেন (২২), পিতা- মৃত মাওলানা শফিকুল, মাতা- জান্নাতুল ফেরদৌস, সাং-পিতাম্বর, থানা- সোনাইমুরি, জেলা- নোয়াখালীদ্বয়কে গ্রেফতার সহ চুরি হওয়া মালামাল উদ্ধার করেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামীদেরকে অত্র মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।