মোঃ আরাফাত হোসেন:
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, নিজেদেরকে দেশ গড়ার কাজে নিয়োজিত করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এমন একটি বাংলাদেশ বিনির্মানে প্রত্যয়ী যেখানে দেশের সর্বস্তরের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। মুক্ত, নিরাপদ ও কল্যাণ রাষ্ট্র হবে আমাদের এই মাতৃভূমি, এই লক্ষেই তিনি কাজ করে যাচ্ছেন। দেশনায়ক তারেক রহমানের এই লক্ষ্য বাস্তবায়নে নিয়োজিত থাকুন।
সোমবার, ৪ নভেম্বর ২০২৪, বিকেলে, কুষ্টিয়া জেলা আয়োজিত এক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এসব কথা বলেন।
স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের নতুন পথযাত্রায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিক-নির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে যুবদল সভাপতি মুন্না বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছিল। গুম- খুন আর বর্বরোচিত সকল কর্মকান্ড করে অন্ধকারে নিমজ্জিত করে রেখেছিল দেশকে। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রশাসনে এখনও ফ্যাসিস্টদের দোসররা বসে আছে। তাদের অবিলম্বে প্রশাসন থেকে বিতাড়িত করতে হবে। প্রশাসনের ফ্যাসিবাদী দোসররা ফ্যাসিস্ট হাসিনার সকল অপকর্মের সঙ্গী।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের মাধ্যমে প্রমাণ হয় বাংলাদেশে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গর্বিত উত্তরাধিকার দেশনায়ক তারেক রহমানই পারবেন বাংলাদেশের গণতন্ত্রকে অটুট রাখতে। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছেন তিনি যেন দেশের দায়িত্ব নেন, প্রধানমন্ত্রী হয়ে দেশ ও জাতিকে নিরাপদ রাখেন।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ফ্যাসিস্ট হাসিনার আমলে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার আমলে সংগঠিত সকল গুম-খুনের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বক্তব্য রাখেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.