স্টাফ রিপোর্টার: উমর ফারুক
নাটোরের বাগাতিপাড়া আমলী আদালতে মোঃ আকাশ আলী (২৫), পিতা মোঃ আমজাদ আলী নামে একজনকে বাদী করে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার ধারাগুলোতে উল্লেখ রয়েছে ১৪৩/৩২৩/৩৬৪/৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬/১০৯/৩৪ ধারা। তবে মামলাটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বিবাদী পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
বিবাদী পক্ষের এক সদস্য, মুনমুন খন্দকার, জানান যে, এই মামলা সাজানো এবং উদ্দেশ্যমূলক। তিনি বলেন, “আজিজুর রহমান নামে একজন ব্যক্তি বারবার এ ধরনের মামলা দায়ের করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন জাতীয় পত্রিকা ও টিভিতে অভিযোগ উঠে এসেছে যে তিনি মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানির মাধ্যমে টাকা হাতিয়ে নেন।”
মামলার বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, আজিজুর রহমান নিজে বাদী না হয়ে অন্য কাউকে দিয়ে মামলা করিয়ে মানুষকে হয়রানি করার কাজ করেন। অভিযোগ রয়েছে, একই দিনে১২/৯/২০২৪ ইং তারিখে আরেক ব্যক্তির বিরুদ্ধে একই রকমের মিথ্যা মামলা দায়ের করেছেন তিনি। মামলাগুলোর বিবরণ প্রায় একই ধরনের এবং তাতে প্রতিটি ক্ষেত্রে হয়রানির অভিযোগ রয়েছে।
বিবাদী পক্ষের বক্তব্য অনুযায়ী, আজিজুর রহমানের এই কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, “আমরা আজিজুর রহমানের হাত থেকে মুক্তি চাই এবং তার বিচারের দাবি জানাচ্ছি। আমাদের আবেদন, এ ধরনের মিথ্যা মামলার মাধ্যমে যেন কাউকে হয়রানি না করা হয় এবং আইন যেন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।”
নাটোরের জনমনে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন, আইনের অপব্যবহার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.