মাহমুদুল হাসান,রামগড়(খাগড়াছড়ি )প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮) সেপ্টেম্বর দুপুরে রামগড় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চের যুব প্রধান ইব্রাহিম খলিম এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা ইউনিটের সাবেক যুব প্রধান করিম শাহ, সাবেক দলনেতা ফজলুল হক, রামগড় উপজেলা দলের দলনেতা আবু বক্কর ছিদ্দিক সহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সাড়ে ৪শত পরিবারের মাঝে সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, আধা কেজি সুজি ও ১ কেজি লবণ বিতরণ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.