বিশেষ প্রতিনিধি:
শারদীয় দুর্গাপুজা উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবছরও পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শারদীয় দুর্গাপুজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পূজা মন্ডপ সমূহে নিরাপত্তা, আইনশৃংখলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম হোসেন , পিরোজপুর দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর বদরুল, র্যাব ৮ কমকর্তা মাসুদ,জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো:আব্দুল কাদের, পিরোজপুর সিভিল সার্জন ডা:মো:মিজানুর রহমান,বিএনপির পিরোজপুর জেলা আহ্বায়ক অধ্যাক্ষ আলমগীর হোসেন, বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলু,বাংলাদেশ জামায়াত ইসলামের পিরোজপুর এর আমির অধ্যাক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ,জেলা ও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি প্রমূখ।
শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.