স্টাফরিপোর্টার: উমর ফারুক
নাটোরের বড়াইগ্রামে হত্যা জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) দুপুরে বনপাড়াস্থ ‘এক’ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার দ্বারীখৈর গ্রামের মৃতঃ মোয়াজ্জেম হোসেন সরকারের, ছেলে মোনায়েম হোসেন(বাপ্পি),সংবাদ সম্মেলনে জানান,বিবাদী মোফাজ্জল হোসেন সরকার এবং গোলাম মোস্তফা সরকার,উভয়ের পিতাঃ মৃত করম আলী সরকার, গ্রাম উপজেলার দ্বারীখৈর উভয়ই আমার আপন চাচা।
তফশীল বর্ণিত সম্পত্তি আমার দাদা করম আলী সরকারের, তফশীল বর্ণিত সম্পত্তি আমার পিতা মৃত মোয়াজ্জেম হোসেন সরকার মারা যাওয়ায় আমি সহ আমার অপর ভাই ওয়ারিশ সূত্রে মালিক যাহা আমরা ৪০ বছরের উর্দ্ধকাল যাবৎ ভোগদখলে রাখিয়া গাছপালা লাগাইয়া দখলে বৃদ্যমান আছি।
কিন্তু হটাৎ করিয়া বিবাদী মোফাজ্জল হোসেন সরকার এবং গোলাম মোস্তফা সরকার একই গ্রামের আবু তাহের এর সহিত বায়নামা করিয়াছে।
ফলে উক্ত সম্পত্তিতে আমাদের স্বত্ব ও স্বামীত্ব ক্ষুন্ন হইয়াছে।এমতাবস্থায় ভুক্তভোগী জানান,তফশীল বর্ণিত সম্পত্তি বিবাদী যাহাতে বিক্রয় করিতে না পারে তাহার জন্য বিবাদী দেরকে বলিলে তারা আমাদের কে উল্টো নানারুপ ভয়ভীতি প্রদশর্ন করিতেছে।
এই মর্মে নাটোর কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। উল্লেখঃ বিবাদী দের মধ্যে একজন (ভুক্তভোগীর আপন চাচা) গোলাম মোস্তফা সরকার,১৯৮৪ সালের ১৬ই জানুয়ারি ভুক্তভোগীর বড় বোন মৃত রোজি ১০ম শ্রেণীর ছাত্রী থাকা অবস্থায় তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করেন, ছয় মাসের বাচ্চা পেটে থাকায় তাকে ঈশ্বরদী সরকারী হাসপাতালে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে হত্যা করে বলে অভিযোগ করেন।
ভুক্তভোগী আরো জানান,এমতাবস্থায় তফশীল বর্ণিত সম্পত্তি আমার অংশ বুঝাইয়া দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা এবং আমার বড় বোনের খুনের বিষয়টি প্রশাসন ও সাংবাদিক দের তদন্ত করে দেখার জন্য আকুল আবেদন করছি। বিবাদী কর্তৃক যে কোন সময় মারপিট, খুন জখম হওয়ার সম্ভাবনা আছে।