বিশেষ প্রতিনিধি:
গাছ থেকে আমরা পড়ার সময় বিদ্যুতে পুড়ে মোহাম্মদ রাফি (১২) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাফি পিরোজপুর শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং দক্ষিণ শিকারপুরের মুসলিম পাড়ার শহিদুল ইসলাম শাহীন এর ছেলে। চার ভাইয়ের মধ্যে রাফি তৃতীয় ছিল।
বুধবার বিকেলে পিরোজপুর শহরের দক্ষিণ শিকারপুরের মুসলিম পাড়ায় টিএন্ডটি মসজিদের ছাদে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহত রাফির চাচা মোঃ মাসুম আকন।
মাসুম জানান, রাস্তার অপর পাশের গাছ থেকে আমড়া পাড়ার জন্য বিকেলে একা টিএন্ডটি মসজিদের ছাদে ওঠে রাফি। এরপর একটি লোহার রড দিয়ে গাছ থেকে আমড়া পাড়ার সময় তা সেখানে থাকা উচ্চ ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে বিদ্যুতায়িত হয়ে রাফির বাম হাত পুড়ে বিচ্ছিন্ন হয়ে পাশে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যের চিকিৎসা রাফিকে মৃত ঘোষণা করে।