বিশেষ প্রতিনিধি:
দেশের গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন, সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজের সম্পাদক নূরুল কবির, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ আরও অনেকে।
বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সরকারের সঙ্গে গণমাধ্যমের সহযোগিতামূলক সম্পর্ক কীভাবে আরো সুদৃঢ় করা যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয় বৈঠকে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষায় যে প্রতিশ্রুতি দিয়েছে, এই বৈঠককে সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সঙ্গে এই মতবিনিময়ের মাধ্যমে সরকারের পরিকল্পনা ও নীতিমালা নিয়ে খোলামেলা আলোচনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠক গণমাধ্যম ও সরকারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকের পর সাংবাদিকের সঙ্গে কথা বলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। তিনি জানান, যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে, সেগুলো (ধারা) এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে সম্পাদক পরিষদ।
বৈঠকে সম্পাদকরা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন বলেও জানান মাহ্ফুজ আনাম। এছাড়া তারা সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলাও বন্ধ করতে বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.