বিশেষ প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনে (দুদক) মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শিরীন পারভীন। এর আগে তিনি কমিশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুদকের ইতিহাসে তিনিই প্রথম নারী মহাপরিচালক।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুদকের প্রধান কার্যালয়ে পরিচালক পর্যায়ের কর্মচারী শিরীন পারভীনকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর তৃতীয় গ্রেডে মহাপরিচালক পদে পদোন্নতি দেওয়া হলো।
এদিন মহাপরিচালক পদে দায়িত্ব পালনকারী সৈয়দ ইকবাল হোসেনে চাকরির মেয়াদ শেষ হচ্ছ। তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ায় এই পদে শিরীন পারভীনকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয়। দুদকে প্রেষণে বা পদোন্নতি পেয়ে আটজন মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।
এর মধ্যে শিরীন পারভীনসহ তিনজন দুদকের নিজস্ব কর্মকর্তা। বাকি ৫ জনের মধ্যে চারজন প্রশাসন ক্যাডার থেকে দুদকে ডেপুটেশনে যোগ দিয়েছেন। আরেকজন বিচার বিভাগ থেকে নিয়োগ পেয়েছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.