নাটোর প্রতিনিধি:
২৩ (তেইশ) বছর ধরে ননএমপিও রয়েছে নাটোর সদরে অবস্হিত ইয়াছিনপুর কলেজ। ইয়াছিনপুর কলেজ টি গত ২০০০ ইং সালে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নে ইয়াছিনপুর নামক মনোরম রেলওয়ে স্টেশন বাজারের সাথে স্হাপিত হয়। গত ২০০২ ইং সালে ছাত্র ছাত্রীদের রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ভর্তির অনুমতি ও ২০০৪ ইং সালে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে রাজশাহী শিক্ষা বোর্ডের নিকট থেকে রেজিস্ট্রেশন লাভ করে। অদ্যাবধি কলেজের এর নিজস্ব ২০ টি ব্যাচ বোর্ড পরীক্ষায় অংশগ্রহন করে। সর্বনিম্ন ৫৪% ও সর্বোচ্চ ৭৯% হারে ছাত্র ছাত্রী পাসের হার স্হিতিশীল আছে। কলেজ এলাকায় ২২টি গ্রাম,পাঁচটি উচ্চ বিদ্যালয় সাতটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং ৬৮ হাজার জনগোষ্ঠীর বসবাস। কলেজের সীমানার আট কিলোমিটারের মধ্যে অন্যকোন এমপিওভুক্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (কলেজ) নাই। বিগত ২০১৫ ইং সাল পর্যন্ত মোট ছাত্র-ছাত্রীর ভর্তির সংখ্যা ছিল ৬০ থেকে ৯৫ এর মধ্যে। তারপর দীর্ঘদিন এমপিওভুক্ত না হওয়ার কারণে পাঠদানের মান কমে যেতে থাকে এবং বর্তমানে ছাত্র ছাত্রীদের সংখ্যা ৩০ এর নিচে নেমে গেছে। এমন সময় ২০১৮ ইং সালে সরকার আইন করেন একাদশ দ্বাদশ শ্রেণি মিলে ৫২ জন ছাত্র ছাত্রী ভর্তি থাকতেই হবে, সেটা কোটা পূরণ করা সম্ভব হচ্ছে না। সে কারণে কলেজ টি এমপিও ভুক্ত হচ্ছে না। কলেজ এলাকার পাঁচটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার পাসের হার ভালো কিন্তু এমপিওভুক্ত না থাকায় অস্বস্তিতে এলাকাবাসী। তারা নিজেরাই গত তেইশ বছর পূর্বে ইয়াছিনপুর কলেজ স্হাপন করে সরকারের সাথে একমত হয়ে যে শিক্ষাকে প্রতিটি পরিবারের ঘরের দরজায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কিন্তু সেটি সফলতার পূর্ণতা পায় নাই তেইশ বছরেও । বর্তমানে কলেজটি আগে এমপিওভুক্ত হওয়া জরুরী। তাহলে কলেজ এলাকার জনসাধারণের ছেলে মেয়ে ঝড়, বৃষ্টি, বর্ষা,বন্যা, শীত-গ্রীষ্ম,সড়ক দূর্ঘটনা, নারী শিক্ষার্থীদের হয়রানির মত ঝুঁকি নিতে হবে না। আর প্রচুর পরিমাণে আর্থিক খরচ বহন করতে হবে না। বিশেষভাবে উল্লেখ্য যে গত ২০০০ ইং সালে তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদয় এর নিকট থেকে লিখিত অনুমতি নিয়ে কলেজটি এলাকার শীর্ষস্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্হাপন করেন। কলেজে কর্মরত শিক্ষকগন, কর্মচারী ও এলাকার জনসাধারণের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদয় কর্তৃক তদন্ত স্বাপেক্ষে ইয়াছিনপুর কলেজকে এমপিও ভুক্ত করার জন্য জোর দাবী উত্থাপন করেন।