সাবিরা সুলতানা (সুমি)
সোমবার (১-লা জানুয়ারি) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জ গদারবাগ সোনার বাংলা মডেল স্কুলে নতুন বই তুলে দেন সোনার বাংলা মডেল স্কুলের পরিচালক হাজী মোহাম্মদ আসাদ রাসেল, স্কুলের প্রধান শিক্ষিকা নুসরাত জাহান, সিনিয়র শিক্ষিকা সাবিরা সুলতানা সুমি, স্কুলের অন্য অন্য শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ,
গেস্ট অফ ওনার হিসাবে ছিলেন- কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি সাংবাদিক মোঃ রায়হান খান,ইউরো বাংলা বিল্ডার্স এন্ড টেকনোলজি প্রাঃ লিঃ এর এইচ,আর প্রধান কমল চন্দ্র পাল, হাবিবুর রহমান হাবিব,মোঃ দেলোয়ার হোসেন দিলু, হাজী মোহাম্মদ মোজাম্মেল হক।
নতুন পেয়ে খুশি শিক্ষার্থীরা। এতে সন্তোষ জানান অভিভাবকরা।
সোনার বাংলা মডেল স্কুলে প্লে থেকে নবম শ্রেণির ১৩০ জন শিক্ষার্থীর মাঝে এই বই বিতরণ করা হয়, যা চাহিদার তুলনায় ২০% কম।
সোনার বাংলা মডেল স্কুল-এর ষষ্ঠম শ্রেণির শিক্ষার্থী সোহানুর ইসলাম সোহান,এবং নার্সারি শ্রেণির শিক্ষার্থী রিন্তাহা রিয়াযা মেহেরীমা এবং প্লে শ্রেণির শিক্ষার্থী হিতৈষী রহমান, বলে, নতুন বই পেয়ে আমরা খুব খুশি।
অভিভাবক প্রতিনিধি হিসেবে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক ও জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংস্হা ভার্ড-বাংলাদেশ এর নির্বাহী চেয়ারম্যান এম,এস,এ রেজা তার বক্তব্যে বলেন শিশুরাই আগামী দিনের জাতি গড়ার কারিগর তাই তাদেরকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, শুধু ফলাফলের পিছনে না ছুটে মেধার চর্চা করতে হবে। তিনি আরো বলেন একজন ছাত্র-ছাত্রীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকগন যেমন ভূমিকা রাখেন তেমনি অভিভাবক হিসেবে তদারকি করার দায়িত্ব রয়েছে। অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়েই একজন ছাত্র-ছাত্রী তার মেধার পরিস্ফুটন ঘটিয়ে আগামীর নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবে।
সোনার বাংলা মডেল স্কুলের পরিচালক হাজী মোহাম্মদ আসাদ রাসেল বলেন, নতুন বছরে নতুন বই পাওয়া মানে শিক্ষার্থীদের পড়ালেখার মান বেড়ে যাওয়া। সরকারের বছরের প্রথম দিনে এই বই বিতরণ বড় চ্যালেন্স। যা কয়েক বছর ধরে হয়ে আসছে।