ক্রীড়া প্রতিবেদক:
ল্যাভেন্ডার মিনি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ (নাইট ম্যাচ) বুধবার (১৩-ই ডিসেম্বর) দ্বিতীয় আসরের পর্দা উঠতে যাচ্ছে। ৫-ই জানুয়ারি ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে এবারের আসরের পর্দা নামবে। এবারের আসরে ২৪ দিনে ফাইনাল ম্যাচসহ মোট ৩৯ টি ম্যাচ হবে। এবারের আসরে মোট ৯ টি দল অংশগ্রহণ করছে। প্রত্যেক দল ৮ টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল সেমিফাইনাল খেলবে। সেমিফাইনাল-১ এ মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের ১ নম্বর দল ও পয়েন্ট টেবিলের ৪ নম্বর দল। সেমিফাইনাল-২ এ মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের ২ নম্বর দল ও পয়েন্ট টেবিলের ৩ নম্বর দল।
সেমিফাইনাল-১ ও সেমিফাইনাল-২ বিজয়ী দল ফাইনাল খেলবে। দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন আই.টি থান্ডার বনাম গতবারের রানারআপ প্রোডাকশন নাইট রাইডারস । দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৯.৩০ মিনিটে মুখোমুখি হবে কোয়ালিটি চ্যালেঞ্জার বনাম কমাশিয়াল এলিট ফ্রোস।
এই টর্নামেন্টের স্পনসর হিসেবে আছে বাংলাদেশের সুনামধন্য অনলাইন পএিকা৷ দৈনিক আজকের সংগ্রাম।
সার্বিক সহযোগিতায় আছে
ল্যাভেন্ডার গামের্ন্টস লিমিটেড।
ল্যাভেন্ডার মিনি ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন
মো:নুর ইসলাম৷ ( প্রাডাকশন ম্যানেজার)
মো: মেসবাউল হক ( আই. ই ম্যানেজার)
এবারের আসরে আম্পায়ার হিসেবে যারা থাকবেন
মো:আউয়াল,মো:রিদয় হোসেন,মো:সজল হাওলাদার,
মো:রাশেদ জাফরী,মো:সাব্বির,মো:আশরাফুল,মো:আলামিন