মোঃ নুর হোসেনরিপন
প্রতিনিধি লক্ষ্মীপুর।
শনিবার ০৯/১২/২০২৩ ইং। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন পদ্মা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হলো ,পদ্মা বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গনে নির্বাচনী ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৫ নং চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব শামসুল ইসলাম সুমন এর সভাপতিত্বে ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক
মোঃ হারুন মাস্টার, এবং মোঃহেলাল মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ আলমগীর হোসেন জয় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নদীর আহমেদ,সাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসেন, সাবেক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু,৫ নং চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রাইসুল ইসলাম রাসেল,ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম ও অত্র ওয়ার্ডের মেম্বার তসলিম হোসেন সহ পদ্মা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ ও আইন-শৃঙ্খলার কর্মী বাহিনী। ভোট গণনা শেষে ৫ জনকে বিজয়ী ঘোষণা করেন। শেষে বিজয়ীদেরকে ফুলের মালা দিয়ে বরন করে নেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম সুমন । নির্বাচনী ভোটের মাধ্যমে বিজয়ীরা হলেন।
১। সভাপতি- জহির হোসেন ছাতা মাকা – ৫৪ টি।
২। সহ সভাপতি – সোহেল তাজ, বাইসাইকেল মার্কা – ৫৭ টি।
৩। সাধারণ সম্পাদক – মোঃ শরিফুল ইসলাম, আপেল মার্কা -৫৩ টি।
৪।সহ- সাধারণ সম্পাদক -মোহাম্মদ তাজুল ইসলাম ফুটবল মার্কা – ৬১ টি।
৫।কোষাধাক্ষ্য – মোহাম্মদ রিয়াদ – বাঘ মার্কা -৬৬টি।
উল্লেখিত ০৫ জন ব্যবসায়ীকে পদ্মা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়।