স্টাফ রিপোর্টার :
কামরাঙ্গীরচরের এক প্রভাবশালী সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ অত্র এলাকা বাসী, এরই ধারাবাহিকতায় কামরাঙ্গীরচর এলাকায় ব্যবসায়ী রাইসুল ইসলাম (২৮) কে আটক করে নির্মমভাবে নির্যাতন চালিয়ে নগদ অর্থ এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কামরাঙ্গীরচর থানায় দায়েরকৃত এজাহার অনুযায়ী, কামরাঙ্গীরচর এলাকার কাজী বাড়ী নিবাসী সামসুল ইসলামের ছেলে রাইসুল ইসলামকে, সিরাজুল ইসলামের সন্ত্রাসী ছেলে মোঃ আল আমিন (৩৮), রফিক সরকারের ছেলে মোঃ রবিন (৩৮), মোঃ নয়ন ও আব্দুস সালামের ছেলে মামুন (৩৮), ১৩ নভেম্বর সকাল (১১) এগারটায় এক নং আসামীর নিজ বাড়ীর দ্বিতীয় তলার অফিস কক্ষে কৌশলে ডেকে নিয়ে সন্ত্রাসী আলামিন ও তার সঙ্গীরা মোটা অংকের চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় সকলে মিলে প্রায় (৪) চার ঘন্টা হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন করে তার বাম হাত ও দুই পা ভেঙ্গে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় এবং তার সাথে থাকা নগদ (১,০০,০০০) এক লক্ষ টাকা ও ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে রাইসুলের পরিবারের সদস্যরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে গুরতর আহত রাইসুল ধানমন্ডীর পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। এবিষয়ে নির্যাতনের শিকার রাইসুলের বড় ভাই হাফেজ মনিরুল ইসলাম ১৪/১১/২০২৩ ইং তারিখে কামরাঙ্গীরচর থানায় অভিযোগ দায়ের করেন, যার মামলা নং-১৬, তারিখ-১৪/১১/২০২৩ ইং, ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আছিবুজ্জামান।