রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত্র ২.৩০ মিনিটের সময় লামচর ইউপির রসুলপুর গ্রামের ভুঁইয়া বাড়ি সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চাঁন মিয়ার ছেলে আলমগীর হেসেন (৫১) ও ভোলা জেলার চরমনসা গ্রামের সিরাজ তালুকদারের ছেলে হেজন আলী ওরফে হযরত আলী (৩০)।
এসময় আটককৃতদের থেকে একটি দেশীয় ওয়ান শুটার, একটি বিদ্যুতের বোল্ট কাটার, দুটি ছোরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শনিবার (২ ডিসেম্বর) দুপুরে থানার উপপরিদর্শক (এসআই) মো. কাওসার বাদি হয়ে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, একদল ডাকাত রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদ পেয়ে পুলিশ সেখান অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এসময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের নামে অস্ত্র ও ডাকাতি আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.