এম,এস,এ রেজা :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা থেকে অনলাইনে এই মনোনয়ন ফরম জমা দেন তিনি। পরে সন্ধ্যায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়।
এর আগে, বিকেলে রাজধানীর পান্থপথে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার কারণ তুলে ধরেন সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর।
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি আরও উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব।’
নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে শাহজাহান ওমর বলেন, ‘ওরা (বিএনপি) যাচ্ছে (নির্বাচনে) না, আমি কী করব? স্বতন্ত্রে যাব কেন? স্বতন্ত্রে যাওয়া মানে আওয়ামী লীগকে সমর্থন করা। যেহেতু বিএনপি করতেছে (নির্বাচন) না।
তিনি আরও বলেন, যেখানে আমার অপশন আছে, সেখানে আমি স্বতন্ত্রে যাব কেন, বি গ্রেডেড হব কেন? নাচতে নামছি যখন, ঘোমটা দিলে হবে নাকি। স্বতন্ত্র বলতে কি কোনো জিনিস আছে নাকি? স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নেব কেন, যখন বেটার অপশন আছে।’
ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসা, আমি তো মনে করি এটা প্রমোশন।
বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল জানিয়ে তিনি বলেন, ‘২০১৪ সালে নির্বাচনে না যাওয়া ভুল ছিল। ২০১৮-তে নির্বাচনে যাওয়া ভুল ছিল। এবারও নির্বাচনে যাওয়া উচিত ছিল। নির্বাচনে গিয়ে দেখতাম কারচুপি হয় কি না?’
বিএনপির সমালোচনা করে শাহজাহান ওমর বলেন, ‘আসলে বিএনপিতে কেউ কোনো কথা বলতে চায় না। শুধু তারেক রহমান বিষয় না। সব মিলিয়ে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না। বিএনপি থেকে অবসর নেওয়ার বিষয়ে ২০২২-এ আমি চিঠি দিয়েছি। আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’
এর আগে, গত বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহজাহান ওমর। এরপর আজ বৃহস্পতিবার আওয়ামী লীগে যোগ দেন তিনি।
জানা যায়, গত ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। পর দিন তাকে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
পরে গত বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান শাহজাহান ওমর। এরপর বৃহস্পতিবারই (৩০ নভেম্বর) আওয়ামী লীগে যোগ দেন তিনি।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.