নিজেস্ব প্রতিবেদক:
শরীয়তপুরে পৃথক অভিযান পরিচালনা করে ২৭'হাজার ৪'শ টাকার জাল নোট সহ দু'জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় গ্রেপ্তারকৃতদের থেকে দুইটি মুঠোফোন জব্দ কর হয়।
মঙ্গলবার (২৮-নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ চৌরাস্তা সংলগ্ন মায়ের দোয়া ষ্টোরের সামন থেকে অভিযান পরিচালনা করে মোঃ সোহাগ শিকদার (২১) নামে একজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত অপর আসামীর নাম নাইম বেপারী (২৩)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সোহাগ শিকদার মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মান্নান শিকদারের ছেলে। সে বর্তমানে শরীয়তপুর পৌরসভার তুলাসার (৮-নং) ওয়ার্ডের হোসেন মাষ্টার এর বাসায় ভাড়া থাকতেন। এবং নাইম বেপারী ওই এলাকার স্থানীয় মোঃ আবুল কালাম বেপারীর ছেলে।
জাল টাকা উদ্ধারের বিষয়ে শরীয়তপুর গোয়েন্দা পুলিশ শাখার (ডিবি)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর মাতুব্বর জানান, ঘটনার দিন রাতে এসআই মিজানুর রহমান সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টহল টীম নিয়মিত মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় সোর্সদের মাধ্যমে আমরা জানতে পারি একটি চক্র জাল টাকার ব্যাবসা করছে, এবং তাদের কাছে জাল টাকা আছে। পরে তাদের অবস্থান শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে তাদের আটক করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.