রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দলীয় মনোনয়ন না দিতে দলের কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) লিখিত অভিযোগ দায়ের করা হয়। উক্ত লিখিত অভিযোগের একটি কপি স্থানীয় গণমাধ্যাম কর্মীদের কাছেও পাঠায় আওয়ামীলীগ নেতারা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি। রৌমারী রাজীবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন নদ নদী থেকে বালু উত্তোলন। বালু উত্তোলনের ফলে বসতবাড়ি নদী গর্ভে বিলিন। মাদক সেবন ও তার পরিবারের আত্নীয় স্বজনদের মাদক ব্যবসা পরিচালনা করা। শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর নাম ব্যবহার করে ভূমি দখল, তার বংশে সে এবং তার এক ভাই ব্যতিত সবাই জামায়াত-বিএনপির রাজনীতির সাথে জড়িত।
নবম ও একাদশ নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপি ও জামায়াত নেতা কর্মীদের সাথে নিয়ে চলাফেরা করা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকুরী প্রার্থীদের নিকট প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। এসকল অভিযোগ এনে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কে দলীয় মনোনয়ন না দিতে দলের কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের করেন, শফিউল আলম সদস্য কুড়িগ্রাম জেলা আ. লীগ, বীর মুক্তিযোদ্ধা মুরাদ লতিফ সহ- সভাপতি রৌমারী আ.লীগ, ফারুকুল ইসলাম সদস্য সচিব, রেজাউল ইসলাম মিনু সদস্য কুড়িগ্রাম জেলা আ.লীগ, অধ্যক্ষ ফজলুল হক মনি সাবেক আহবায়ক রৌমারী আওয়ামীলীগ , রাজু আহমেদ খোকা যুগ্ন সম্পাদক রৌমারী আওয়ামীলীগ, মশিউর রহমান রতন সহ-সভাপতি রাজীবপুর আওয়ামীলীগ, এ্যাড মাসুম ইকবাল সদস্য, শহিদুল ইসলাম শালু সহ-সভাপতি রৌমারী আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার সভাপতি রাজীবপুর আওয়ামীলীগ, এ্যাড বিপ্লব হাসান পলাশ সদস্য তথ্য ও গবেষণা উপ কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ, এ্যাড আমজাদ হোসেন আইন সম্পাদক কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ, এ্যাড জাহাঙ্গীর আলম সদস্য কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ, রেজাউল ইসলাম লিচু সাধারণ সম্পাদক চিলমারী আওয়ামীলীগ,রহিমুজ্জামান সুমন সাংগঠনিক সম্পাদক চিলমারী আওয়ামীলীগ, এ্যাড সাজেদ হোসেন তাতা সদস্য চিলমারী আওয়ামীলীগ।
কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ দায়ের করার সত্যতা নিশ্চিত করেছেন দরখাস্তে স্বাক্ষর করা একাধিক আওয়ামীলীগ নেতা। তবে বিষয়টি নিয়ে জাকির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।