মান্না মিয়া, জেলা প্রতিনিধি : (গাইবান্ধা)
অদ্য ২৭ আগস্ট ২০২৩ খ্রিঃ জেলা পুলিশ গাইবান্ধার আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাইবান্ধা পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম জনাব মোঃ হামিদুল ইসলাম। অতঃপর শোক দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত সভার সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। নিরবতা পালন শেষে জেলা পুলিশ গাইবান্ধার সকল স্তরের পুলিশ সদস্যগণ জাতীয় শোক দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যবহুল ও তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন জেলা পুলিশ পরিবারের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জনাব ডাঃ উম্মে সুলতানা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, গাইবান্ধা, ডিআইও-১, ওসি ডিবি, অফিসার ইনচার্জ (সকল থানা), টিআই প্রশাসন , টিআই মটরযান শাখা ও আর আই (পুলিশ লাইন্স), গাইবান্ধাসহ অন্যান্য অফিসার্স ও ফোর্সবৃন্দ।