শহিদুল ইসলাম খোকন
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫ কৃতী শিক্ষার্থী ৪১তম বিসিএস-এ প্রশাসন, কৃষি ও শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
তারা হলেন- গোবিন্দগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডের নাজিম উদ্দিনের ছেলে নাহিদ হাসান (বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি), পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোকছেদ আলীর ছেলে মেহেদি হাসান জনি (বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি), পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে এস এম রোকন-উদ-দৌলা (বাংলাদেশ সিভিল সার্ভিস শিক্ষা; উদ্ভিদ বিদ্যা), পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মধ্যপাড়ার স্বর্গীয় প্রদীপ কুমারের ছেলে প্রশান্ত কুমার (বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন) ও উপজেলার শাখাহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জিরাই গ্রামের কাজল বাবুর ছেলে সোহাগ বাবু (বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন)।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
ফল অনুযায়ী, ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ৪১তম বিসিএসের সার্কুলার হয় ২০১৯ সালের ২৭ নভেম্বর। প্রিলিতে অংশ নেয় রেকর্ড ৪ লাখ ৭৫ হাজার আবেদনকারী। এই বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল। পরে পদ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫০৫। ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। মোট ২১ হাজার ৫৬ জন এতে উত্তীর্ণ হয়। পরের বছর ১০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং এতে উত্তীর্ণ হয় মোট ১৩ হাজার। ভাইভা হয় চলতি বছরের ৫ মার্চ থেকে ১৩ জুন।