মো: মিন্টু শেখ
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বাড়ি প্লাজা নামক মার্কেটের একটা গোডাউনে গত শনিবার রাত আনুমানিক সাড়ে আটটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে বারী প্লাজা নামক মার্কেটের চতুর্থ তলার একটি গোডাউনে আগুন লাগে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে আজম শেখ নামক উক্ত মার্কেটের এক ব্যবসায়ীর দুটি গোডাউনের ২০ লাখ টাকার মালামাল পুরে যায় বলে জানা যায়।
গোডাউনে থাকা পার্টি স্প্রে, বডি স্প্রেসহ বিভিন্ন প্রসাধনী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিকট শব্দ হয়।
এসময় মার্কেটের প্রথম, দ্বিতীয়, তৃতীয়তলার পোশাক ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে নিজেদের মালামাল সরিয়ে নিতে থাকেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয় ফায়ার সার্ভিস সূএে জানা যায়।
ঘটনার সংবাদ পেয়ে
ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মো. কামরুল আহসান তালুকদার পিএএ
ঘটনাস্থল পরিদর্শন করেন।