কবিতার নাম: নিখোঁজ
ই.এম. সাফায়েত সাফা
শুরুতেই কড়া নেড়েছি ভুল দরজায়
ফিরেছি সবকিছু গুণ করে শূন্যতায়।
ভুল ঠিকানায় হেটেছি পথ
জানার পরেও থামেনী রথ।
শুরু না হতেই যখন শেষ হয়ে যায়
থাকেনা কিছু আর স্মৃতির পাতায়।
হয়ত তুমি কিংবা আমি ফিরবো নীড়ে
শেষ ঠিকানায় শেষ রাতের ট্রেইনে চড়ে।।
পাশাপাশি তবুও নির্বাক থাকবো দুজন
রেল লাইনের মত সমান্তরাল আজীবন।
রোজ রোজ কেউ কারো নেবেনা তো খোঁজ
সময়ের স্রোতে তুমি আমি দুজনেই নিখোঁজ।।