মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ
বাংলাদেশ থেকে জলাতংক নির্মূলের লক্ষে ব্যাপকহারে কুকুরকে টিকাদান কার্ষ্যক্রম বাস্তবায়নে কালীগঞ্জে অবহিতকরন সভা অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার হলরুমে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন সভাপতিত্বে সভার শুরুতে জলাতংক নির্মূলের উপর ব্রিফিং করেন স্বাস্থ্য অধিদপ্তরের গৃহিত প্রকল্পের এমটিভি সুপারভাইজার মুক্তার উদ্দিন। তিনি জানান, এ উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নের বাজার ও গ্রামের বেওয়ারিশ কুকুর ধরে ভ্যাকসিন দেওয়া হবে। অদ্য হইতে ৮ দিনব্যাপি তাদের এ কার্ষ্যক্রমটি পরিচালিত হবে।
হাসপাতালের ডাঃ নাজমুল হকের সঞ্চালনায় সভাতে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রেজাউল ইসলাম। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন বলেন, হাসপাতাল, পৌরসভা ও প্রানী সম্পদ অফিসের যৌথ অংশগ্রহনে এ কার্ষক্রমটি বাস্তবায়ন করা হবে। এ সভাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাসপাতালের ডাক্তার,নার্স ও অফিসিয়াল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।