শরিফ হোসাইন
ইন্টারন্যাশনাল প্রতিনিধি:(মালয়েশিয়া)
বর্তমান মালয়েশিয়াতে কয়েক রকম সমস্যায় পড়ে আছেন আমাদের বাংলাদেশি প্রবাসীদের সে গুলো হচ্ছে (১) মালয়েশিয়াতে মাইজি ভিসায় যে সমস্ত ভাই ও বোনেরা আছেন তাদের কে বৈধ থেকে অবৈধ বানাচ্ছেন মালয়েশিয়ার সরকার যে সমস্ত প্রবাসী ভাই ও বোনেরা মাইজি ভিসায় বৈধতা থাকা অবস্থায় ছিলেন সে সময় মালয়েশিয়ার সরকার আদেশে মালয়েশিয়ার অভিবাসন থেকে মাইজির ভিসা বন্ধ রাখতে বলেছিলেন। গত এক বছর আগে থেকে। তবে এখন পর্যন্ত মালয়েশিয়ার সরকার কোন ঘোষণা দেননি যে মাইজির ভিসা দিবেন কি দিবেন না যার কারনে আজ মাইজির ভিসা ধারি ভাই ও বোনেরা অবৈধ হতে চলেছেন। লাখ লাখ প্রবাসীরা এর দায়ী কে নিবেন (২) কিছু দিন আগে মালয়েশিয়ার সরকার ঘোষণা করেন যে সমস্ত প্রবাসী মালয়েশিয়াতে অবৈধ ভাবে বসবাস করিতেছে তাদের সবাকে বৈধ হোওয়ার জন্য আহবান করেন সেই সাথে ৩১/১২/২০২৩ ইং পযন্ত মালয়েশিয়ার সরকার প্রবাসীদের নতুন করে বৈধতা হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন মালয়েশিয়ার সরকার। এবং সেই সাথে আরো বলেছিলেন যে সমস্ত প্রবাসীদের ৩১/১২/২০২২ ইং তারিখের মধ্যে যে সকল প্রবাসীরা অবৈধ হয়েছে তাদর কেউ নতুন করে ভিসা দিবেন। কিন্তু দুর্ভাগ্য হলো যে সমস্ত প্রবাসীরা বৈধতা হওয়ার জন্য ফিঙ্গার পিন্ড দিতে যায় তখন তারায় আবার লাল ছিল মেরে বের করে দিতেছেন প্রবাসীরা এই কপাল পুড়া আমাদের প্রবাসীদের দায়বার কে নিবেন (৩) মাইজি ভিসায় এই পর্যন্ত যে সকল প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্য জনক হলো এখনো মালয়েশিয়ার সরকার এই কপাল পুড়া প্রবাসীদের কাছে থেকে প্রতি মাসে ১০০রিংগিত করে নিতেছেন একটি করে ইসপ্রেশাল পাশ দিয়ে
এই একটি ইসপ্রেশাল পাশের জন্য অনেক ভাই ও বোনেরা দালালদের কাছেও যেতে হয় দালালরা তো আর লাভ ছারা কাজ করেনা তাদের কেউ আবার টাকা দিতে হয় সেই অনুযায়ী একটা ইসপ্রেশাল পাশয়ের জন্য টাকা গুনতে হয় ১০০ রিংগিত থেকে ৫০০ পর্যন্ত যা বাংলাহ টাকায় ২০০০থেকে ১০.০০০ টাকা পর্যন্ত এখানেই শেষ নেই আবার রাস্তা ঘাটে পুলিশে ধরলে গুনতে টাকা পয়সা। এই ভাবে আর কতো দিন দুঃখ কষ্ট নিয়ে থাকবে আমাদের প্রবাসীরা (৪) গত কয়েক দিন আগে কোয়ালিংয়ে নতুন লোক এসেছেন তাদের কেও ভিসা দিতেছেন না। এই সমস্ত বিষয়ের কারনে আজ মালয়েশিয়ার প্রভাসী ভাইরা দুঃখে কষ্টে দিন কাটাচ্ছেন। তাই আমি বাংলাদেশ প্রধান মন্তী শেখ হাসিনাকে কে বলবো আপনি আমাদের গার্জেন মা বলেন বাবা বলেন সবই আপনি। দয়া করে আপনি দুঃখ কষ্টে ভরা প্রভাসীদের দিকে তাকিয়ে আপনি মালয়েশিয়ার সরকার সাথে আলাপ আলোচনা করে এই হতভাগ্য প্রবাসীদের রক্ষা করুন