শরিফ হোসাইন
ইন্টারন্যাশনাল প্রতিনিধি মালয়েশিয়া:
মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের জন্য আবারও সু খবর
মালয়েশিয়া সরকার আবারও নতুন করে ২৫/০১/২০২৩ ইং থেকে ৩১/১২/২০২৩ ইং পর্যন্ত মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসীদের বৈধতা হওয়ার জন্য আবারও সুযোগ করে দিয়েছেন মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা বসবাস করিতেছেন এবং যে সমস্ত প্রবাসীদের ৩১/১২/২০২২ ইং এর মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে সে সমস্ত প্রবাসীরা আবারও নতুন করে বৈধতা হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন মালয়েশিয়া সরকার। ইতি মধ্যে মালয়েশিয়ার অভিবাসন থেকে জানানো হয়েছে যে সকল প্রবাসী অবৈধ থেকে বৈধতা হবেনা সেই সব প্রবাসীদের জন্য মালয়েশিয়া সরকার ভয়াবহ কঠিন শাস্তির ঘোষণা দিবেন ৩১/১২/২০২৩ ইং তারিখের পড়ে মালয়েশিয়ার অভিবাসনের বড় বড় কর্মকর্তারা ও জেলা ও থানা পুলিশ নিয়ে সবাই মিলে অবৈধ প্রবাসীদের ধরার জন্য রাস্তায় বেরিয়ে আসবেন এবং পরু মালয়েশিয়া রাস্তা ঘাট ও ঘর বাড়ি নদী জঙ্গল সব জায়গায় তল্লাশী করে অবৈধ প্রবাসীদের আটক করিবেন। সেই সুবাদে একজন প্রবাসী বলে আমিও একজন প্রবাসী আমি প্রবাস থেকে যতটুকু জানি বা বুঝি আমাদের প্রবাসী ভাই ও বোনেরা তাঁরা কখনোই ইচ্ছে করে অবৈধ হয় না।তাঁদের পিছনে আসল রহস্য হলো এই দেশের সরকারের কিছু কিছু সমস্যার কারণে কিছু কিছু প্রবাসী ভাই ও বোনেরা অবৈধ হতে বাধ্য হয়। আর বেশীরভাগ প্রভাসী ভাই ও বোনেরা সিটার বাটপারের কাছে টাকা পয়সা দিয়ে ফাঁদে পড়ে অবৈধ হয়ে যায়। আর কিছু কিছু প্রবাসী ভাই ও বোনেরা কোম্পানির বসের কারণে অবৈধ হয়ে যায়। এই সমস্ত কিছু কারণে আমাদের প্রবাসী ভাই ও বোনদের এদেশের অবৈধ লিষ্টে নাম পড়ে যায়। এইযে কপাল পুড়া আমাদের প্রবাসী ভাই ও বোনদের কবে শেষ হবে এই কষ্টের দিন এক আল্লাহ ছাড়া কেউ জানেনা। এখন মালয়েশিয়ার সরকার নতুন করে অবৈধ প্রবাসী ভাই ও বোনদের বৈধতা হওয়ার সুযোগ করে দিয়েছেন জানিনা কতজন প্রবাসী ভাই ও বোনেরা বৈধতা হতে পারিবেন। তবে আমি বলতে চাই আপনারা যারা প্রবাসী ভাই ও বোনেরা আছেন নতুন করে বৈধতা হওয়ার জন্য আপনারা ভালো এজেন্ট দেখে ভালো বস দেখে শুনে যাচাই বাচাই করে টাকা পয়সা লেনদেন করিবেন।
এখানে আর একটি সমস্যা দেখা যায় যে মালয়েশিয়া আমাদের হাই কমিশনার (দূতাবাস) থেকে ওনারা যারা আছেন তাহারা যদি ভালো ভাবে প্রবাসী ভাই ও বোনদের সেবা দিতেন ও দূতাবাসের অফিসের বাহিরের যে সব দালাল আছে তাদেরকে আস্রয় না দিলে হয়তো বা এতো বেশি অবৈধ হতো না আমাদের প্রবাসী ভাই ও বোনেরা। দূতাবাসের অফিসে সামনে যে সব দালালরা ঘোড়া ফেরা করে তারা অনেকেই দূতাবাসের কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রবাসী ভাই ও বোনদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় যার ফলে আমাদের প্রান প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা বেশির ভাগই অবৈধ হতে বাধ্য হয়