শরীফ হোসাইন
ইন্টারন্যাশনাল(মালায়েশিয়া)প্রতিনিধি:
বর্তমান মালয়েশিয়া মাইজি ভিসায় সকল প্রবাসী যারা আছেন তারা এখন বিপদের মাঝে বসবাস করিতেছেন। কারন গত এক বছর থেকে মালয়েশিয়ার অভিবাসন থেকে মাইজির ভিসা বন্ধ রেখেছেন মালয়েশিয়া সরকার,যার কারনে এখন মাইজির ভিসাধারি প্রবাসীরা অবয়দ্য হয়ে যাচ্ছেন এই দায়বার কাকে দিবে প্রবাসীরা, মাইজির ভিসাধারি প্রবাসীরা এখানে কোনও প্রকার দোষারপ নেই এই সমস্যাটা মালয়েশিয়ার সরকারের সমস্যা। মালয়েশিয়ার সরকার যদি বলতেন মাইজির ভিসা আর দেবোনা তাহলে তারা যার যার মতে তার তার নিজ দেশে চলে জেতেন। দুঃখ জনক হলো আজও মালয়েশিয়ার সরকার মাইজি ভিসার কোন প্রকার সিদ্ধান্ত নিচ্ছেনা,গত কয়েক মাস আগে মালয়েশিয়ার অভিবাসন থেকে জানানো হয়েছিলো যে মাইজি ভিসা ধারিদের জন্য খুশির সংবাদ মাইজির ভিসা ৬-৭-৮ নং ভিসা পর্যন্ত দেওয়া হবে প্রবাসীরা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন পত্র টি পাঠিয়েছেন ওনি অনুমতি দিলে আমরা দূরত মাইজির ভিসার কাছ শুরু করে দেবো ইনশাআল্লাহ। তবে ভাগ্যগের কি পরিহাস মাইজিতে থাকা প্রবাসীরা আরও বড় ধরনের বিপদের মুখে পরে গেছেন। কারন টা হলো মাইজি ভিসার আবেদন ফর্মটি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আসার কয়েক দিন আগেই মালয়েশিয়ার সরকারি অফিস আদালত বন্ধ হয়ে যায়। কারন হলো মালয়েশিয়ায় নির্বাচন। তবুও মাইজির ভিসাধারি প্রবাসীরা অপেক্ষায় ছিলেন হয়তো নির্বাচনের পরে স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি দিবেন। কিন্তু দুর্ভাগ্য জনক হলো আগের সরকার পাশ করতে পারেনি। এখন এই অবস্থায় মাইজি ভিসায় যে সকল প্রবাসীরা আছেন তাদের এখন কি অবস্থা হবে এবং মালয়েশিয়ার সরকার কি ব্যবস্থা নিবেন এখন পর্যন্ত কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না।