এইচ এম বাশার
পিরোজপুর(ইন্দুরকানী)প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে গোল বানু বিবি(৭৫)নামের এক মহিলা পথচারীকে দ্রুতগামীর একটি মোটর বাইক পিছন থেকে সজোরে ধাক্কাদিলে তিনি গুরুতর আহত হন স্থানীয়রা উদ্ধার করে প্রথমিকচিকিৎসা শেষে উন্নৎ চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠনো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
স্থানিয় সুত্রে জানাযায় চন্ডিপুর ইউনিয়নের চরবলেশর গ্রামের গাজী বাড়ির সম্মুখে শনিবার সন্ধ্যায় চন্ডিপুর বাজার থেকে ছেরে আসা একটি দ্রুত গতীর মোটর বাইক এ মহিলাকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি মাটিয়ে লঠিয়ে পরেন । হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে তার ছেলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমার মা এর হায়াত নেই তাই রোড এক্সিডেন্টে মারা গেছেন আমরা কোন মামলা করব না
এ বিষয়ে আরো জানতে চাইলে কর্তব্যরত অফিসার ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান আমরা বডি টি সুরাতহল করেছি এখনো কোনো মামলা রুজু হয়নি
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2025 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.