সোহাগ হাসানঃ
ঐতিহ্যবাহী গাজীপুরে তুরাগ নদীর তীরে বিশ্ব এস্তেমার দ্বিতীয় পর্ব প্রশাসনের সুন্দর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শেষ হয় আখেরী মুনাজাত । দুপুর সোয়া বারটায় আখেরী মুনাজাত শুরু হয় শেষ হয় পৌনে একটায়। এ পর্বের আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমা।
আখেরি মোনাজাত পরিচালনা করেন, মাওলানা (সাদ কান্ধলভীর) বড় ছেলে মাওলানা (ইউসুফ কান্ধলভী)।
এবারের বিশ্ব এস্তেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে টঙ্গীর এস্তেমার ময়দানে ছুটে আসেন। লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানের সমাগমে মুখরিত হয়েছে গাজীপুরের টংগীর ইস্তেমা মাঠ। দেশ-বিদেশের আগত মুসল্লিদের পদ চারণায় শিল্পশহর টঙ্গী যেন এক ধর্মীয় নগরী।