নুর আলম, চীফ রিপোর্টার:
প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শরীয়তপুরের জাজিরা উপজেলার সর্বশেষ ইউনিয়ন মূলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯-ডিসেম্বর) ইভিএমের মাধ্যমে ৯টি কেন্দ্রে ৩৮’টি বুথে সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করা হয়। প্রতিটি কেন্দ্রে ৭’জন করে ৬৩জন পুলিশ, ১৭জন করে ১৫৩জন আনসার সদস্যকে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। ২’টি মোবাইল টীমে ৮জন করে অতিরিক্ত আরও ১৬জন পুলিশ এবং মাদারীপুর র্যাব ৮ এর ২টি টহল টীমে ১৬জন র্যাব সদস্য দায়িত্ব পালন করে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৫জনের এক প্লাটুন বিজিবি ও ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক তদারকি করেন।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে হাবিবুর রহমান নামে এক সহকারী পিজাইটিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। সে মূলনার ৪নং কেন্দ্রের সহকারী পিজাইটিং অফিসার হিসেবে দায়িত্বরত ছিলো এবং ডুবিসয়বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ৪নং কেন্দ্রের পিজাইটিং কর্মকর্তা উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ নাজমুল হুদার সুপারিশে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান তালুকদার।
উপজেলা সহকারী কমিশন (ভূমি) উম্মে হাবিবা ফারজানা জানান, নির্বাচনে তার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলায় মোট ১৪হাজার ১’শ টাকা জরিমানা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০ ও সড়ক পরিবহন আইনে এসব মামলায় এই জরিমানা করা হয়।
উল্লেখ্য, সপ্তম ধাপে অনুষ্ঠিত মূলনা ইউনিয়নের ভোটার সংখ্যা ১১৮৯৩জন, এরমধ্যে ভোট গ্রহণ হয়েছে ৯৫৬৪। মোঃ জলিম মাদবর ৩৩০৮ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।